• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জৈষ্ঠ ১৪২৮
ভেড়ামারার হিসনা নদী এখন সরু নালা

দখলের কারণে কুষ্টিয়া হিসনা নদী পরিণত হয়েছে সরু নালায়

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

ভেড়ামারার হিসনা নদী এখন সরু নালা

  • জাহাঙ্গীর হোসেন জুয়েল, কুষ্টিয়া
  • প্রকাশিত ২৮ মে ২০১৯

নদী দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় হিসনা নদী এখন সরু নালায় পরিণত হয়েছে। কুষ্টিয়ার ভেড়ামারা শহরের হিসনা ব্রিজ এলাকায় ভূমিদস্যুদের দখলের কারণে হিসনা নদী তার গতি প্রকৃতি হারিয়ে ফেলেছে। হিসনা নদী রক্ষার জন্য এলাকাবাসী একাধিকবার মানববন্ধন, স্মারকলিপিসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি জেলা প্রশাসক। বরং অনেকেই স্থানীয় ভূমি অফিস থেকে বন্দোবস্ত নিয়ে বসতবাড়ি থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে। এতে হারিয়ে যেতে বসেছে হিসনা নদী। নদীর বুকে বসতঘর, বেড়িবাঁধ দিয়ে মৎস্য চাষের কারণে হিসনা নদী মৃতপ্রায়।

স্বাধীনতা-পরবর্তীকালে প্রথম দুই দশক পর্যন্ত নদীগুলো প্রবহমান থাকলেও নব্বই দশক থেকে এর মরণদশা শুরু হয়। স্বেচ্ছাচারীভাবে নদীর তীরে, এমনকি নদীর মধ্যেও গড়ে তোলা হয়েছে বসতবাড়ি, দোকানপাট ও কৃষিখামার। পানিপ্রবাহ হারিয়ে মুমূর্ষু দশায় পতিত নদীগুলোর এ দখলদারিত্ব অস্তিত্বকে আরেক দফা হারিয়ে দিয়েছে।

এসব নদীতে একসময় বড় বড় লঞ্চ, স্টিমার, গয়নার নৌকা চলত। সে সময় নদীগুলোতে প্রবল জোয়ার ও স্রোত থাকলেও এখন তা মরা খালের মতো নিশ্চল হয়ে পড়ে আছে। দখলের ফলে মৃত্যু ঘটেছে হিসনা নদীর। জমি দখল করে স্থানীয় ভূমি অফিস থেকে কাগজপত্র তৈরি করে ব্যক্তিমালিকানার নামে গড়ে তোলা হয়েছে স্থাপনা।

নদীর প্রবাহ ঠিক রাখার জন্য বারবার জনগণের পক্ষ থেকে দাবি তোলা হলেও তা খুব বেশি কাজে আসছে না। নদী মৃত্যুর ফলে কৃষিখাত আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।

প্রভাবশালীরা অবৈধ নদী দখলের বিরুদ্ধে এলাকাবাসী কেউ মুখ খোলার সাহস পাচ্ছেন না। ওই সব অবৈধ দখলকারীদের বিরুদ্ধে বিভিন্ন সময় নানাভাবে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা ও জেলা প্রশাসনকে অভিযোগ করেও কোনো লাভ হয়নি। ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে অজ্ঞাত খুঁটির জোরে তারা অবৈধভাবে নদ থেকে নদী দখল অব্যাহত রেখেছেন। দখলকারীদের বিরুদ্ধে কথা বললে মামলাসহ বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, হিসনা ব্রীজের নিকট নদী দখলকারীদের বিরুদ্ধে মানববন্ধন করলে উল্টা আমাদের বিরুদ্ধে মামলা করেন। এই ভয়ে আর কেউ দখলকারীদের বিরুদ্ধে মুখ খুলতে কেউ সাহস পায়না। প্রশাসন সহযোগিতা করলে আমরা হিসনা নদী দখলকারীদের কাছ থেকে উদ্ধার করতে পারবো।

কৃষক আনছার বলেন, হিসনা নদী দখলের কারণে আজ নদীটি সরু নালায় পরিণত হয়েছে। নদীর বুকে বসতঘর, বেড়িবাঁধ দিয়ে মৎস্য চাষের কারণে হিসনা নদী এরই মধ্যে মরে গেছে।

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ বলেন, হিসনা নদী দখল ও খননের বিষয়টি ইতোমধ্যে জেলা প্রশাসক মাধ্যমে নদী রক্ষা কমিশনকে জানানো হয়েছে। আশা করি দ্রুতই কাজ শুরু হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads