• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯
রাজশাহী ইসলামি ব্যাংক হাসপাতালের কর্মকর্তাকে অপহরণ

রাজশাহী ইসলামি ব্যাংক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হান্নান বাদশা

সংগৃহীত ছবি

সারা দেশ

রাজশাহী ইসলামি ব্যাংক হাসপাতালের কর্মকর্তাকে অপহরণ

  • নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ মে ২০১৯

নাটোরের বড়াইগ্রামের নিজ বাড়ি থেকে রাজশাহী ইসলামি ব্যাংক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হান্নান বাদশাকে অপহরণ করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে  বাড়ির ভিতর থেকে ৫-৬জন সাদা পোশাকধারী লোকজন তাকে তুলে নিয়ে যায়।

আব্দুল হান্নান বড়াইগ্রাম উপজেলার চান্দ্রাই এলাকার সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা আব্দুল হাই এর ছেলে।  সে বোয়ালিয়া থানা জামায়াতের সাবেক সেক্রেটারী ছিলেন। বর্তমানে ইসলামী ব্যাংক হাসপাতাল লক্ষীপুর শাখার প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত। 

আব্দুল হান্নান বাদশার স্ত্রী খাদিজাতুল কোবরা জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে বাড়ির পিছন দরজা দিয়ে দুইটি মোটরসাইকেলে ৫-৬জন সাদা পোশাকধারী বাড়ির ভিতরে প্রবেশ করে। এসময় মাথায় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে বাদশাকে তুলে নিয়ে যায়।  এরপর থেকে তার আর কোন খোঁজখবর পাওয়া যাচ্ছে না। 

এদিকে, বাদশার সন্ধানের দাবীতে বড়াইগ্রাম থানায় গেছেন তার পরিবার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় সাধারণ ডায়েরি করার  প্রস্তুতি চলছিল।

এবিষয়ে বড়াইগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, লোকমুখে ঘটনা শুনেছি।  তবে পরিবার অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads