• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯
মুন্সীগঞ্জে খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

মুন্সীগঞ্জে খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০১ জুন ২০১৯

উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার গোপপাড়া খাল খননের পরিবর্তে কৌশলে ড্রেন করে রাস্তায় পরিণত করার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাব সড়কে মিরকাদিম পৌরসভার নাগরিকরা এই মানবববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনকারীরা জানায়, এক রিটের প্রেক্ষিতে মিরকাদিম পৌরসভার প্রাণকেন্দ্রর খালটি পৌরসভার মেয়র শহিদুল ইসলাম হাইকোর্ট খালটি খননের নির্দেশ প্রদান করে। কিন্তু মেয়র তা উপেক্ষা করে তার বাড়িতে চলাচলের জন্য খালটি ভরাট করে রাস্তায় পরিণত করে। এই রাস্তা দিয়ে কোনো জনগণ চলাচল করে না। এই খালের বর্জ্যে ও পানি প্রবাহ ধলেশ্বরী নদীতে সংযুক্ত ছিল।

এ সময় মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মনছুর আহামেদ কালাম, ১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল মাদবর, বাবুল মেম্বার ও যুবলীগ নেতা অন্তর আমিন প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads