• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
কুমিল্লার পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড়

কুমিল্লার প্যারাডাইজ পার্ক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কুমিল্লার পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড়

  • কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ জুন ২০১৯

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে কুমিল্লার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য গেছে। ঈদের দিন থেকে শুরু করে প্রতিদিন আসা হাজার হাজার পর্যটকের ভিড় জমে কুমিল্লার কোটবাড়ি এলাকার সরকারি-বেসরকারি দর্শনীয় স্থানগুলোতে। সরকারি তত্ত্বাবধানে গড়ে উঠা শালবন বৌদ্ধ বিহার, জাদুঘর ছাড়াও ব্যাক্তি মালিকানায় গড়ে উঠেছে ম্যাজিক প্যারাডাইস, ডাইনো পার্কসহ বেশ কিছু বিনোদন কেন্দ্র। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে ভীড় করছেন দূরদুরান্ত থেকে আসা দর্শনার্থীরা।

বিদেশি কার্টুন ডিজনিকের আদলে তৈরি করা হয়েছে ম্যাজিক প্যারাডাইস পার্কের গেটটি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অদূরে অবস্থিত এই পার্কটিতে বিভিন্ন রাইডের পাশাপাশি একই সঙ্গে দেখা মিলবে ম্যাজিক পার্ক, বিদেশ থেকে আমদানি করা ডাইনোসর ও ওয়াটার ওয়ার্ল্ড।

জেলার অন্যতম পর্যটনকেন্দ্র কোটবাড়ি এলাকায় আভ্যন্তরীণ সড়কের বেহাল অবস্থার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে বেড়াতে আসা দর্শীনার্থীদের। তাই অচিরেই এই সড়কটির দিকে কর্তৃপক্ষের নজর দেওয়ার দাবি জানিয়েছে দর্শনার্থীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads