• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
জামালপুরে র‌্যাবের অভিযান : ধর্ষক গ্রেপ্তার

ধর্ষণ মামলার আসামি আরশরাদুজ্জামান জামান (২৫)কে গ্রেফতার করেছে র‌্যাব

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

জামালপুরে র‌্যাবের অভিযান : ধর্ষক গ্রেপ্তার

  • জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ জুন ২০১৯

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার চর কাউরিয়ার সীমারপাড়ার মেসার্স শাহাজাহান রাইস মিলের চাতাল থেকে ধর্ষণ মামলার আসামি আরশরাদুজ্জামান জামান (২৫)কে গ্রেফতার করেছে।

গতকাল শনিবার রাত ১টার দিকে বকশীগঞ্জ উপজেলার সীমারপাড়ার চরকাউরিয়া শাহাজাহান রাইস মিলের চাতলে অভিযান চালিয়ে ধর্ষক আরশাদুজ্জামান ওরফে জামান (২৫) কে গ্রেফতার করে।

তার পিতার মৃত আমরুল মিয়া। বাড়ি বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া সীমারপাড়া গ্রামে।

গ্রেফতারকৃত জামানের বিরুদ্ধে গত ২৯ জুলাই সন্তানের গলায় ছুরি ধরে ধর্ষণের অভিযোগ এনে বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩ এর ৯(১) ধারায় মামলা (নং-৩৩) দায়ের করে।

উল্লেখ্য, উপজেলার চরকাউরিয়া সীমারপাড় গ্রামের হতদরিদ্র এক রিকশাচালকের স্ত্রী (২৫) তার দুই শিশু সন্তান নিয়ে স্থানীয় মিস্টার আলীর বাড়িতে বসবাস করেন। ওই নারীর স্বামী ঢাকায় রিকশা চালান। স্বামী বাড়িতে না থাকার সুযোগে ২৭ জুন ভোর ৪টার দিকে একই গ্রামের জামান (২৫) নামের এক যুবক ওই নারীর ঘরে যান। তিনি ওই নারীর দুই শিশু সন্তানকে ধারালো ছুরি উঁচিয়ে ভয় দেখিয়ে আটকে রাখেন। পরে দুই শিশুর সামনেই জামান ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় ওই নারীর চিৎকারে বাড়ির মালিক মিষ্টার আলী এগিয়ে গেলে ধর্ষণকারী জামান দ্রুত পালিয়ে যান।

এ ঘটনার আগে ধর্ষিত বিচারের দাবিতে বিভিন্নস্থানে ধর্ণা দিলেও ধর্ষকের পরিবারের পরিবার থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ঘটনার দু’দিন পর ধর্ষিতা বাদী হয়ে মামলা দায়ের করে। ধর্ষণের পর থেকেই ধর্ষক জামান পলাতক ছিলো।

এদিকে ঘটনার দু’দিন পর ২৯ জুন ধর্ষণের শিকার ওই নারী তাকে ধর্ষণের অভিযোগে ধর্ষণকারী জামানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ৩০ জুন রবিবার সকালে জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে.এম মাহবুব আলম বলেন, ‘ধর্ষণের শিকার ওই নারীর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটির একমাত্র আসামি জামানকে র‌্যাব-১৪ গ্রেপ্তার করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads