• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪২৯
'যমুনার ভাঙন ঠেকাতে ১০ দিনের মধ্যে জিওব্যাগ ডাম্পিং শুরু হবে'

সিরাজগঞ্জের চৌহালিতে যমুনার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করছেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মতিন মণ্ডল

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

'যমুনার ভাঙন ঠেকাতে ১০ দিনের মধ্যে জিওব্যাগ ডাম্পিং শুরু হবে'

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০২ জুলাই ২০১৯

যমুনার ভাঙন ঠেকাতে ১০ দিনের মধ্যে জিওব্যাগ ডাম্পিং এর কাজ শুরু হবে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবদুল মমিন মন্ডল।

আজ মঙ্গলবার দুপুরে যমুনার ভাঙনে ক্ষতিগ্রস্ত উত্তর খাষপুখুরিয়া এলাকায় পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবদুল মমিন মন্ডল বলেছেন, যমুনার রাক্ষুসী থাবা থেকে চৌহালীর খাষপুখুরিয়া এলাকা রক্ষায় আগামী ১০ দিনের মধ্যে জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু হবে।

ভাঙনে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।

এ সময় চৌহালী উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু নজির মিয়াসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads