• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
করতোয়ার বুকে শত শত কাগজের নৌকা ভাসিয়ে প্রতিবাদ

করতোয়ায় নদরিক্ষার দাবীতে কাগজের নৌকা ভাসায় বাবুই শিশুরা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

করতোয়ার বুকে শত শত কাগজের নৌকা ভাসিয়ে প্রতিবাদ

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ জুলাই ২০১৯

বগুড়া শহরের বুক বেয়ে যে নদী একদা গৌরবের গড়িমা মেখে ভাসিয়ে নিয়েছে পাল তোলা নৌকা সেই করতোয়া এখন আমাদের শিশুদের কাছে যেন এক রূপকথার গল্প। দখলদারের দৌরাত্ম আর অপরিকল্পিত ব্যবস্থাপনা এবং নিশ্চয়ই গুরুত্বহীনতা, এসবেরই বলি হয়েছে দেশের অধিকাংশ নদীর মতো আমাদের করতোয়াও। মুমূর্ষু এই নদীর বুকে প্রাণের জলধারা বয়ে চলুক এই প্রত্যাশাকে সামনে রেখে শিশু-কিশোরদের শিল্পের পাঠশালা “বাবুই” এর আয়োজনে বগুড়ায় হয়ে গেলো শিশুদের এক অভিনব প্রতিবাদ কর্মসূচি। বাবুই এর শিশুরা নানা রঙের কাগজের নৌকা ভাসিয়ে তাদের এই প্রতিবাদ কর্মসূচি পালন করে। আর নদী কেন্দ্রিক উৎসব আয়োজন ফিরে পাওয়ার দাবী জানিয়ে মরা করতোয়ার পাড়েই অংশ নিলো মধুমাসের ফল উৎসবে।

শুক্রবার বিকেলে কালেক্টরেট স্কুল সংলগ্ন করতোয়া নদীর পাড়ে বাবুই এর শিশুরা নানা রাঙের কাগজের নৌকা মরা করতোয়ায় ভাসিয়ে জানালো তাদের প্রতিবাদের ভাষা। সেইসাথে নদীমাতৃক সোনার বাংলার আবহমান কালের ঐতিহ্য ধারনের চেষ্টায় নদী পাড়েই উদ্যাপন করেছে তারা মধুমাসের ফল উৎসব।

বাবই এর পরিচালক রাকিব জুয়েল এর সভাপতিত্বে অনুষ্ঠিত শিশু সমাবেশ ও ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক মোঃ ফয়েজ আহাম্মদ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাট্য ব্যক্তিত্ব খলিলুর রহমান চৌধুরী, সংস্কৃতজন জিয়াউল হক বাবলা, আবৃত্তি শিল্পী শরীফ মজুমদার, বাবই এর পরিচালনা পরিষদের সদস্য ফারজানা নাইম, কনক কুমার পাল অলক, রবিউল আলম বাবু প্রমুখ।

শিশুদের এই ব্যতিক্রমী আয়োজনে সামিল হয়েছিলেন অভিভাবকরাসহ শহরের নানা শ্রেণী পেশার মানুষ। সকলেই তাদের এই প্রতিবাদ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে দাবী জানান এক সময়ের প্রমত্তা করতোয়া রক্ষার। শিশুদের এই অভিনব প্রতিবাদকে স্বাগত জানিয়ে তিনি করতোয়া রক্ষায় সরকারের উদ্যোগের কথা জানান এবং খুব শিঘ্রই দখল ও দুষনমুক্ত করে ¯্রােত ফিরিয়ে আনার আশ^াস দেন বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads