• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
সোনারগাঁয়ে ময়লার স্তুপ হচ্ছে ফুলের বাগান

ময়লা আবর্জনা ফেলার কারনে তৈরি ময়লার স্তুুব পরিস্কার করে তৈরি হচ্ছে ফুলের বাগান

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

সোনারগাঁয়ে ময়লার স্তুপ হচ্ছে ফুলের বাগান

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ জুলাই ২০১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দীর্ঘ দিন ধরে ময়লা আবর্জনা ফেলার কারনে ভাগাড়ে পরিনত হয়েছে। ফলে মহাসড়কে চলাচলরত যাত্রী সাধারন ও স্কুল কলেজ পড়ূয়া শিক্ষার্থীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হতো।

গতকাল বুধবার ব্লাড ফর নারায়ণগঞ্জ নামে সংগঠন ময়লা আবর্জনা সরানোর জন্য মানববন্ধন করেছেন। মানববন্ধনের পরপরই সোনারগাঁ থানার এসআই আজাদের উদ্যোগে মহাসড়ক থেকে ময়লা আবর্জনা সরিয়ে সেখানে বালু ফেলে ফুলের বাগান করার উদ্যোগ নেওয়া হয়।

সোনারগাঁ থানার এসআই আবুল কালাম আজাদ জানান, উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তার বিভিন্ন দোকান ও বিভিন্ন বাড়ির ময়লা আবর্জনা ফেলা হতো। ফলে নষ্ট হচ্ছে ওই এলাকার স্বাভাবিক পরিবেশ। দুর্গন্ধের কারণে পথচারীদের নাকে রুমাল চেপে ওই এলাকায় চলাচল করতেন। কেউ কেউ হাত দিয়ে নাকমুখ চেপে ধরে চলাচল করেছেন। পরে সেখান থেকে ময়লা আবর্জনা সরিয়ে দিয়ে বালু ফেলে প্রায় ৪০০ ফুলের গাছ রোপন করে বাগান করা হবে।

এলাকাবাসীরা জানান, পঁচা ময়লা আবর্জনার দুর্গন্ধ বাতাসের সঙ্গে মিশে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। ফলে প্রতিদিনই এলাকাবাসী, পথচারী, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ হাজার হাজার মানুষ অবর্ণনীয় ভোগান্তিতে পড়েছেন। ওই এলাকা দিয়ে চলাচল করার সময় ময়লার দুর্গন্ধে প্রায়ই অসুস্থ হয়ে পড়েছেন নারী ও শিশুরা। এ নিয়ে কয়েকবার গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। গতকাল বুধবার মানববনন্ধনের পর মহাসড়ক থেকে ময়লা আবর্জনা সরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads