• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
ছেলে ধরা সন্দেহ কিশোরকে পিটিয়ে আহত

প্রতীকী ছবি

সারা দেশ

ছেলে ধরা সন্দেহ কিশোরকে পিটিয়ে আহত

  • দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ জুলাই ২০১৯

নেত্রকোণার দুর্গাপুরে ছেলে ধরা সন্ধেহে টিএস খাঁন নামে কিশোরকে পিটিয়ে গুরুতর আহত করছে স্থানীয়রা। শনিবার বেলা ১২ টায় পৌর শহরের সাধুপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

পরে পুলিশ গিয়ে কিশোরটিকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত কিশোর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের পশ্চিম বিলাসপুর গ্রামের মুক্তার মিয়া ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সোমেশ্বরী নদীর বেরিবাধঁরে পাড় ধরে সাধুপাড়া এলাকায় একটি বাড়িতে ডুকে যায় ওই কিশোর। এই সময় বাড়ির ভিতরে থাকা এক মহিলা ছেলে ধরা ভেবে চিৎকার শুরু করে।তার চিৎকার শুনে আশপাশে স্থায়ী বাসিন্দারা ছুটে এসে কিশোরটি ধরে বেদম পিটুনি দেয় । এক পর্যায়ে গাছের সাথে বেধেঁ ফেলে স্থানীয়রা।

এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কিশোরটি উদ্ধার করে দুর্গাপুর থানা পুলিশ সদস্যরা । পরে আহত কিশোরটি দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় চিকিৎসা শেষে থানায় নিয়ে যায় ।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আকরাম খাঁন জানায়, আমার ওয়ার্ডের কিছু বাসিন্দা বেলা ১২টার দিকে আমাকে মোবাইল ফোনে জানা তারা একটি ছেলে ধরা আটক করেছে। খবর শুনে ঘটনাস্থলে যাই এবং পুলিশকে খবর দিয়ে তাদের হাতে ছেলেটি বুঝিয়ে দেই ।

তবে আহত কিশোর টিএস খাঁন জানায়, শারীরিকভাবে প্রতিবন্ধকতা থাকায় কোনো কাজ করতে না পাড়ায় পেটের দায়ে ভিক্ষা করে খাই। আর তাই ভিক্ষা চাইতেই একটি বাড়িতে ফেলে আমাকে ধরে গাছের সঙ্গে বেধে সবাই মিলে মারতে শুরু করে। আমি কথা বলার চেষ্টা করলে তারা আরো বেশি করে মারতে শুরু আমাকে। আমার পিঠ, হাত পাসহ সব জায়গায় মেরেছে তারা ।

এ বিষয়ে দুর্গাপুর থানার তদন্ত ওসি মীর মাহাবুব রহমান জানায়, ছেলেটিকে চিকিৎসা শেষে থানায় দিয়ে এসেছি। প্রাথমিকভাবে অপকর্মের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যায়নি তার। আসলে মানুষ আতংকের বসেই ছেলে ধরা ভেবে মেরেছে। তবে সবাইকে সর্তক থেকে কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads