• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
সখীপুরে করাতকল জব্দ

ফাইল ছবি

সারা দেশ

সখীপুরে করাতকল জব্দ

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ জুলাই ২০১৯

টাঙ্গাইলের সখীপুর পৌরসভার সীমানায় অবস্থিত একটি করাতকলের লাইসেন্স না থাকায় জব্দ করা হয়েছে। সোমবার দুপুরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মুজিব কলেজ মোড় এলাকার হাফিজ উদ্দিনের 'একতা' নামের ওই করাতকলটি জব্দ করা হয়। ওই করাতকলের যন্ত্রাংশ খুলে নিয়ে বহেড়াতৈল রেঞ্জের এমএমচালা বিট কার্যালয়ে রাখা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা।

সখীপুর বনবিভাগের বহেড়াতৈল রেঞ্জের কর্মকর্তা হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ওই করাতকলটি লাইসেন্স না নিয়েই অবৈধভাবে স্থাপিত হয়েছে। এছাড়াও ওই করাতকলে দেদারছে সংরক্ষিত বনাঞ্চলের কাঠ চেরাই করার অভিযোগও ছিল।

সেই অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ও বনবিভাগ যৌথভাবে ওই করাতকলে অভিযান চালায়। লাইসেন্স না দেখাতে পারায় করাতকলটি জব্দ করা হয়।

একতা করাতকলের মালিক হাফিজ উদ্দিন বলেন, আমার করাতকলের লাইসেন্স রয়েছে তবে তা নবায়ন করার জন্য টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা বলেন, ওই করাতকলটি জব্দ করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে লাইসেন্স দেখাতে পারলে জব্দকৃত মালামাল ফেরত দেওয়া হবে

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads