• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
কেরানীগঞ্জে গুজব প্রতিরোধে সচেতনতামূলক সভা

ছেলেধরা গুজব প্রতিরোধে কেরানীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক সভা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কেরানীগঞ্জে গুজব প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ জুলাই ২০১৯

কেরানীগঞ্জে ছেলেধরা গুজব প্রতিরোধে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক সভা করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

আজ বুধবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ সভা শুরু হয়। পরে পর্যায়ক্রমে চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, হাসনাবাদ কামুচান শাহ উচ্চ বিদ্যালয়, দোলেশ্বর উচ্চ বিদ্যালয় ও তেঘরিয়া উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ জামান। এসময় আরো বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিদুল হক, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগ সভাপতি মাহমুদ আলম ও আগানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এড. জাকির আহমেদ কামাল আলী মেম্বর দেলোয়ার হোসেন দেলু মেম্বর প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ জামান বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। এ উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই একটি মহল গুজবকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এই গুজবকে প্রতিহত আমাদেরকেই করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, গুজবে কান দিয়ে আইন হাতে তুলে নেয়া যাবে না। তোমাদের চোখে ব্যাতিক্রম কিছু ধরা পরলে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিবে। প্রয়োজনে "৯৯৯" এ কল করবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads