• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯
কুমিল্লায় বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

পুরান ঢাকার হাজীর বিরিয়ানীর নাম ব্যবহার করায় কুমিল্লার লাকসামে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

পুরান হাজীর বিরিয়ানীর নাম ব্যবহার

কুমিল্লায় বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ জুলাই ২০১৯

পুরান ঢাকার হাজীর বিরিয়ানীর নাম ব্যবহার করায় কুমিল্লার লাকসামে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম এই জরিমানা আদায় করেন।

সূত্র জানায়, লাকসাম বাইপাস এলাকার হাজীর বিরিয়ানী হাউজকে ১০হাজার টাকা, হাজী বিরিয়ানীকে পাঁচ হাজার টাকা, হাজী নান্নার বিরিয়ানী হাউজকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। প্রত্যেককেই সাইনবোর্ডে পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজীর বিরিয়ানী বলে উল্লেখ করেছেন। কিন্তু পুরান ঢাকার হাজীর বিরিয়ানীর সাথে তাদের কী সম্পর্ক অথবা শাখা কিনা এ ব্যাপারে কোন কাগজপত্র দেখাতে পারেনি। তাৎক্ষণিকভাবে সাইনবোর্ডের পুরান ঢাকার ঐতিহ্যবাহী এ অংশটি ঢেকে দেওয়ার ব্যবস্থা করা হয়। আগামী দুই দিনের মধ্যে তারা সাইনবোর্ড পরিবর্তন করবেন বলে অঙ্গীকার করেন।

অন্যদিকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করায় ফাতেমা ফার্মেসিকে পাঁচ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য প্রস্তুত ও প্যাকেটের গায়ে প্রয়োজনীয় ঘোষণা না লেখায় হামিদিয়া বেকারিকে ২০হাজার টাকাসহ মোট পাঁচটি প্রতিষ্ঠানকে ৪৫হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক শাহাদাৎ হোসেন ও লাকসাম থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads