• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
সখীপুরে জনসচেতনতায় ছাত্রলীগের প্রচারণা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সখীপুরে জনসচেতনতায় ছাত্রলীগের প্রচারণা

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ জুলাই ২০১৯

টাঙ্গাইলের সখীপুরে মাদক, বাল্যবিয়ে, যৌন হয়রানি, ধর্ষণ, গুজব ও ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে দিনব্যাপী মাইকিং ও লিফলেট বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ। বুধবার সকাল থেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম শরীফের নেতৃত্বে ঢাকা-সখীপুর সড়কের তক্তারচালা বাজার থেকে শুরু করে উপজেলার বিভিন্ন গ্রামে এ প্রচারণা চালানো হয়।

এ সময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আল-মামুন, ছাত্রনেতা আনিসুল ইসলাম, মফিজুল ইসলাম, খাঁন মামুনসহ প্রায় শতাধিক ছাত্রলীগকর্মী প্রচারণার বহরে অংশ নেয়।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মির্জা শরিফ বলেন, মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং, ধর্ষণ ও ডেঙ্গু প্রতিরোধে উপজেলা ছাত্রলীগ দিনব্যাপী মাইকিং ও লিফলেট বিতরণ করেছে। উপজেলাবাসীকে সচেতন করতেই আমাদের এ প্রচারণা।

স্থানীয়রা সুধীজনেরা মনে করছেন, বিভিন্ন সময় ছাত্র সংগঠনগুলোর নানা অপকর্মের সংবাদ পাই। সেখানে আমাদের ছেলেরা মানুষকে সচেতন করতে প্রচারণা চালাচ্ছে। এটা অবশ্যই খুশির বিষয়। আমারা উপজেলা ছাত্রলীগকে এমন কাজে সাধুবাদ জানাই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads