• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
বাগেরহাটে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

বাগেরহাটে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

  • বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ আগস্ট ২০১৯

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা: মোজাম্মেল হোসেন এমপি বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণের মতো প্রতি ক্ষেত্রে অবতাররা তখনই আসে যখন পৃথিবীতে অনাচার বেড়ে যায়। শ্রীকৃষ্ণের জন্ম তিথির শিক্ষা হবে যেন আমরা আমাদের এলাকা থেকে অনাচার দ‍ূর করতে পারি। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশে সহিষ্ণুতা এনে দেবে। বর্তমানে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে ধর্ম পালন করছে।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজ শুক্রবার দুপুরে বাগেরহাট শহরের হরিসভা মন্দির চত্বরে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ধর্মীয় শোভাযাত্রার শেষে অনুষ্ঠিত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

বাগেরহাট জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অবনীশ চক্রবর্ত্তী সোনা প্রমুখ।

সমাবেশ শেষে একটি ধর্মীয় শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার মন্দির চত্বর এসে শেষ হয়। ধর্মীয় শোভাযাত্রায় কৃষ্ণভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads