• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯
সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় অভিযুক্ত চালক গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় অভিযুক্ত চালক গ্রেপ্তার

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ আগস্ট ২০১৯

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে লাইমাই উপজেলার জামতলিতে হওয়া সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহতের ঘটনায় তিশা পরিবহনের অভিযুক্ত চালককে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার রাতে হাইওয়ে পুলিশের একটি দল তাকে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার আওলাপুরি গ্রাম থেকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার সকালে কুমিল্লায় নিয়ে আসে। হাইওয়ে পুলিশের একটি দল প্রযুক্তি ব্যবহার করে চালক রাসেল আহমেদকে গ্রেপ্তার করে। রাসেল নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার সূরহলি গ্রামের মিজান উদ্দিনে ছেলে। হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম এ তথ্য জানান। একই ঘটনায় অভিযুক্ত বাসের হেলপার ইয়াছিন পলাতক রয়েছে।

উল্লেখ্য, গত ১৮ আগষ্ট কুমিল্লা-নোয়াখালী সড়কের জামতলিতে বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে সিএনজি অটোরিক্সার যাত্রী একই পরিবারের ৬জনসহ ৮ জন নিহত ও ১ জন আহত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads