• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
তালায় বাঁশের চালি ভেঙে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সাতক্ষীরা ম্যাপ

সারা দেশ

তালায় বাঁশের চালি ভেঙে নির্মাণ শ্রমিকের মৃত্যু

  • তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ আগস্ট ২০১৯

সাতক্ষীরার তালায় ঘরের জানালায় কাচ লাগাতে গিয়ে তিনতলার ছাদ সংলগ্ন বাঁশের চালি (ভারা) ভেঙ্গে এক নির্মাণ শ্রমিক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে মহিলা কলেজের উপাধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত যুবক সাতক্ষীরা সদর উপজেলার খড়িবিলা গ্রামের মুনছুর সরদারের পুত্র মোঃ ইব্রাহিম সরকার (৩২)।

জানা গেছে, নির্মাণ শ্রমিক ইব্রাহিমসহ কয়েকজন বৃহস্পতিবার সকালে তালা সদরের মেলা বাজার এলাকায় উপাধ্যক্ষ শেখ শফিকুল ইসলামের বাসভবনের তৃতীয় তলায় বাঁশের চালির (ভারা) উপর দাঁড়িয়ে নির্মাণ কাজ করছিলেন। এ সময় অসাবধান বশতঃ সেখান থেকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে তালা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। এরপর সেখানে তার অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।

তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads