• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
সখীপুরে স্কুলছাত্রের বিরুদ্ধে মামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

সখীপুরে স্কুলছাত্রের বিরুদ্ধে মামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ সেপ্টেম্বর ২০১৯

টাঙ্গাইলের সখীপুরে হাসিবুল হাসান হৃদয় নামের এক স্কুলছাত্রের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তার সহপাঠীরা। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার মাজেদা মজিদ উচ্চ বিদ্যালয়ের (কাপাডামাম) শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

জানা যায়, গত ২৮ আগস্ট ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র হাসিবুল হাসান হৃদয়ের নামে একই গ্রামের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর মা বাদী হয়ে তার মেয়েকে অপহরণ করে এক বাসায় নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেন। এরই প্রতিবাদে ওই বিদ্যালয়ের কয়েক’শ শিক্ষার্থী ওই মামলাকে মিথ্যা দাবি করে তা প্রত্যাহারের দাবি জানিয়ে ব্যানার-ফেস্টুন নিয়ে উপজেলার আড়াইপাড়া-কচুয়া সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে।

এ সময় অভিযুক্ত ছাত্রের অভিভাবকসহ এলাকার লোকজনও উপস্থিত ছিলেন।

অভিযুক্ত স্কুলছাত্র হৃদয়ের সহপাঠী মুক্তি ইসলাম চৈতী, হালিমা সুলতানা, বিল্লাল হোসেন ও সিয়াম আল মামুন জানায়, মামলায় উল্লেখ করা সময়ে হৃদয় আমাদের সঙ্গে শ্রেণিকক্ষেই ছিলো। তাকে জড়িয়ে যে মামলা হয়েছে তা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার চাই এবং এরই প্রতিবাদে মানববন্ধন করছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসিন আলী বলেন, ঘটনার দিন মামলায় অভিযুক্ত ছাত্র হাসিবুল হাসান হৃদয় সকাল থেকেই যথারীতি ক্লাসে ছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads