• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
দৌলতদিয়ায় তিন ছিনতাইকারী আটক

দৌলতদিয়ায় তিন ছিনতাইকারী আটক

প্রতীকী ছবি

সারা দেশ

দৌলতদিয়ায় তিন ছিনতাইকারী আটক

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ সেপ্টেম্বর ২০১৯

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন ছিনতাইকারীকে আটক করা হয়। তাদেরকে এক মাসের কারাদণ্ডের আদেশ দেয় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

দন্ডপ্রাপ্তরা হলো গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ইমান খার পাড়া গ্রামের নুরু সরদারের ছেলে সুজন সরদার (২১), মৃত ছৈজদ্দিন ফকিরের ছেলে জালাল ফকির (৪২) ও শওকত সরদারের ছেলে ফরিদ সরদার (২৬)।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় ছিনতাইকালে ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়। প্রত্যেককে এক মাসের কারাদন্ডের আদেশ দিয়ে জেল হাজতে পাঠানো নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads