• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
নাটোরে ৩৭৫ মণ্ডপে পূজা আয়োজন করা হবে

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

নাটোরে ৩৭৫ মণ্ডপে পূজা আয়োজন করা হবে

  • নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ সেপ্টেম্বর ২০১৯

নাটোর জেলার ৩৭৫টি মণ্ডপে এবার দুর্গাপূজা আয়োজন করা হবে। আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত পূজা আয়োজনের প্রস্তুতি সভায় এমন তথ্য জানানো হয়।

সভায় শান্তিপূর্ণ পরিবেশে পূজা আয়োজনের লক্ষ্যে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আইন-শৃংখলা পরিস্থিতি সমুন্নত রাখতে জেলা পর্যায়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পূজা উদযাপন মনিটরিং কমিটি কাজ করবে।

সভার সভাপতি জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, পারস্পরিক সম্প্রীতির মাধ্যমে বসবাসের মানদণ্ডে একটি দেশের শাসন ব্যবস্থার সফলতা নির্ভর করে। বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বিশ্বে প্রশংসিত।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার আকরাম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আশরাফুল ইসলাম, নাটোর পৌরসভার মেয়র ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উমা চৌধুরী জলি এবং জেলার সাতটি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও পূজা উদযাপন পরিষদের নেতারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads