• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
সখীপুরে ৪ প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

সংগৃহীত ছবি

সারা দেশ

সখীপুরে ৪ প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ সেপ্টেম্বর ২০১৯

টাঙ্গাইলের সখীপুরে চার প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির সখীপুর শাখা। সমিতির গঠনতন্ত্র বিরোধী কার্যক্রমে অংশ নেওয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত রোববার এ নোটিশ দেওয়া হয়।

নোটিশপ্রাপ্ত শিক্ষকরা হলেন-  সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাইউম হোসাইন,  গজারিয়া শান্তিকুঞ্জ একাডেমীর প্রধান শিক্ষক মতিউর রহমান ভূঁইয়া, নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম ও কালিয়ান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ।

 সমিতির সাধারণ সম্পাদক একেএম সাইফুল্লাহ জানান, এর আগে ৫ সেপ্টেম্বর  একই অভিযোগে তাদের শোকজ চিঠি দেওয়া হয়েছিল। ওই চিঠির জবাব না দেওয়ায় পুনরায় তাদের চিঠি পাঠানো হয়েছে।

জানতে চাইলে সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাইউম হোসাইন জানান, আমরা সমিতির গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গের মতো কোনো কাজ করিনি। বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আমরা নিয়মতান্ত্রিকভাবে যথাসময়ে নির্বাচনের দাবি করেছিলাম। এ কারণে একটি মহল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত হয়েছে। এসময় তিনি মেয়াদ শেষ হওয়ার পরও কিভাবে কমিটি বহাল থাকে এ প্রশ্ন তোলেন।

সমিতির বর্তমান সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন,  সাধারণ সভার সিদ্ধান্তে চার প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads