• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
১০ কোটি টাকার জায়গা ছাত্রলীগ নেতার দখলে

ছবি : সংগৃহীত

সারা দেশ

১০ কোটি টাকার জায়গা ছাত্রলীগ নেতার দখলে

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ২৬ সেপ্টেম্বর ২০১৯

চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. রমজান আলী নামে এক ওয়ার্ড ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে ১০ কোটি টাকা মূল্যের সরকারি জায়গা দখল করে রাখার অভিযোগ উঠেছে। তিনি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ১নং ওয়ার্ড কদমরসুল ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।

অভিযোগ রয়েছে, রমজান কদমরসুল জাহানাবাদ এলাকায় (ছালেহ কার্পেট) মহাসড়কের পশ্চিম পাশের সড়ক ও জনপদ বিভাগের (সওজ) অন্তত আট একর জমি দীর্ঘদিন ধরে দখল করে দোকান, ঘর, ডিপো বানিয়ে ভাড়া দিচ্ছেন। সেখানকার একটি পুকুরও তিনি ভরাট করেছেন। দীর্ঘদিন ধরে দখল করা জায়গা থেকে লাখ লাখ টাকা ভাড়া আদায় করছেন।

সম্প্রতি সেখানে একটি গেট স্থাপন করা হয়। এতে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও পরিবেশ দূষণ শুরু হওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকার জনসাধারণ। এ নিয়ে এলাকায় উত্তেজনাও সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, দখলদারিত্ব বজায় রাখতে রমজান বেপরোয়া হয়ে একেবারে সরকারি চলাচলের রাস্তার ওপর গেট তৈরি করেছেন। নিজের ইচ্ছেমতো তিনি গেটটি খোলেন বা বন্ধ রাখেন। এতে গ্রামবাসীর চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এছাড়া দখল করা জায়গা অন্য একটি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়ার পর সেখানে কারখানার বর্জ্য ফেলায় পুরো এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এ কারণে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে ভাটিয়ারীর ইউপি চেয়ারম্যান আলহাজ নাজিম উদ্দিন বলেন, ছাত্রলীগ নেতা রমজান আলী সরকারি ৮-১০ একর জায়গা দখল করে রেখেছেন। সেখানে তিনি দোকান, ডিপো, ভাড়া ঘরসহ বিভিন্ন স্থাপনা করে লাখ লাখ টাকা আয় করছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা রমজান আলী বলেন, সেখানে সরকারি জায়গার পাশাপাশি আমার ব্যক্তিগত কিছু জায়গাও আছে। আর সরকারি জায়গা হলেও কোনো সিটভুক্ত রাস্তা নেই। তাই রাস্তা বন্ধ করেছি। এ জায়গা আমি কী করব, না করব তা আমার ব্যাপার। এ নিয়ে অন্যরা বলার কে?

এ বিষয়ে সওজের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ বলেন, বিষয়টি আমার জানা ছিল না। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads