• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
৯ কোটি টাকা ব্যয়ে চকরিয়া-লামা সড়কের সংস্কার কাজ শুরু

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

৯ কোটি টাকা ব্যয়ে চকরিয়া-লামা সড়কের সংস্কার কাজ শুরু

  • চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ সেপ্টেম্বর ২০১৯

কক্সবাজারের চকরিয়া-লামা ও আলীকদম সড়কের ১২ কিলোমিটার ক্ষতিগ্রস্ত সড়কের সংস্কার কাজ শুরু করেছে বান্দরবান সড়ক বিভাগ।এ তিন উপজেলার ১০ লাখেরও বেশি মানুষের একমাত্র যাতায়াতের মাধ্যম সড়কটির সংস্কার কাজ শুরু হওয়ায় জনমনে ফিরে এসেছে স্বস্তি।

বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহাবুব আলম জানান,সংস্কার কাজে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ৯ কোটি টাকা। কাজের কার্যাদেশ পাওয়া ঠিকাদারী প্রতিষ্ঠান এস কে ট্রেডার্সের মালিক ছালেহ আহমদ বাবুল জানান, বর্তমানে ৩ কিলোমিটার সড়ক সংস্কার কাজ শেষ হয়েছে। বাকী ৯ কিলোমিটার সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে ।

কাজের তদারকীতে নিয়োজিত বান্দরবান সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী পূর্নেন্দু চাকমা জানান, বর্তমান সড়কের ৬ কিলোমিটার ক্ষত-বিক্ষত অংশে নতুনভাবে কার্পেটিংসহ পুরো ১২ কিলোমিটার সড়কে বিভিন্ন সাইজের নুড়ী পাথরের সংমিশ্রনে ভিটুমিনের মাধ্যমে ৫০ মিলিমিটার থিকনেসের মাধ্যমে ”ওভার লে” পদ্ধতিতে এ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

নির্বাহী প্রকৌশলী আরো জানান সড়কটির দৈর্ঘ্য হচ্ছে ৪৩.৪৪ কিলোমিটার। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অংশ হচ্ছে এ ১২ কিলোমিটার। এ অংশের ৬০ মিটার এলাকায় ড্রেন ও বাকী ৬০মিটার এলাকায় নির্মিত হবে গাইডওয়াল।

ঠিকাদারী প্রতিষ্ঠানের পরিচালক গোলাম কিবরিয়া জানান,সড়ক সংস্কার কাজ শেষ হলে সড়কের আঁকা-বাকাঁ অংশে সাংকেতিক চিহ্ন বসানো হবে।ওভারটেক নিয়ন্ত্রণে পুরো সড়কে সাদা রং দেওয়া হবে।

সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পাটির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের আমলে দূর্গম পাহাড়ী এলাকায় এই সড়কটি নির্মিত হয়। সড়ক নির্মাণের আগে মানুষের একমাত্র যোগাযোগ মাধ্যম ছিল মাতামুহুরী নদী পথে একমাত্র বাহন ছিল নৌকা। কক্সবাজারের চকরিয়া,বান্দরবান পার্বত্য জেলার লামা ও আলীকদম উপজেলার ১০লক্ষাধিক জনগণের একমাত্র যাতায়াত মাধ্যম সড়কটির সংস্কার কাজ শুরু করায় যানবাহন মালিক ও জনগণের মাঝে ফিরে এসেছে স্বস্তি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads