• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
হোমনায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালি

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

হোমনায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালি

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ সেপ্টেম্বর ২০১৯

কুমিল্লার হোমনায় “কন্যা শিশু অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা” এ প্রতিপাদ্যে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র‌্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. ফজলে রাব্বী, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো. শহীদ উল্লাহ্, মৎস কর্মকর্তা কারিশমা আহমাদ জাকশি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, পিআইও নাহিদ আহমেদ জাকির, যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুন্নাহার, সমবায় কর্মকর্তা জয়নাল আবেদীন, তথ্য কর্মকর্তা হামিয়া কাউছার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, সহকারি শিক্ষক আইয়ুব আলী প্রমুখ। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads