• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
শিবগঞ্জে বন্যা কবলিত ৩’শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

শিবগঞ্জে বন্যা কবলিত ৩’শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

  • শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ অক্টোবর ২০১৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ও পাঁকা ইউনিয়নের বন্যা কবলিত ৩’শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার দিনব্যাপি নামো জগনাথপুর-মনোহরপুর এলাকায় বন্যা দুর্গতদের মাঝে এ সব ত্রাণ সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য ও নৌ-পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলার দুলর্ভপুর, পাঁকা ইউনিয়নের আংশিক এলাকার বন্যা দুর্গতদের মাঝে ১০ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি লবন, ২ কেজি চিড়া, ১ কেজি চিনি, আধা কেজি করে লুডুস বিতরণ করা হয়।

বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আসলাম হোসেন, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আবদুর রাজিব রাজুসহ অন্যরা।

এর আগে বন্যা দুর্গতদের মাঝে ২০ মেট্রিক টন চাল ও ৬’শ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে চাহিদা প্রস্তত করে ত্রাণ সামগ্রী বিতরণী কার্যক্রম অব্যহত থাকবে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads