• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

ধর্ম যার যার কিন্তু উৎসব সবার : এমপি আ: আজিজ

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ অক্টোবর ২০১৯

সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ডা: অধ্যাপক আব্দুল আজিজ বলেছেন, ধর্মীয় অনুশাসন শান্তির পথ দেখায়। সকল ধর্মেই দেখানো হয়েছে শান্তির পথ। সন্ত্রাস ও নৈরাজ্যকে ঘৃনা করা হয়েছে সকল ধর্মে। তাই স্ব স্ব ধর্ম মেনে চললে সমাজে শান্তির সুবাতাস বইবে। ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। আমরা সকলে সেটাই মানি আর বাংলাদেশ বিশ্বে সেটার দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রত্যেকটা উৎসবে সবাই ভাইবোনের মতো কাঁধে কাঁধ মিলিয়ে আমরা উৎসব উদযাপন করে থাকি।

আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় সলঙ্গা ভুষাল হাটা সার্বজনীন দুর্গা মন্দির কর্তৃক আয়োজিত দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান ও ৩দিন ব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সলঙ্গা ভূষাল হাটা সর্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি স্বপন কুমার কুন্ড ও সাধারণ সম্পাদক ডা: প্রনব কুমার সাহার পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ডা: অধ্যাপক হাফিজা সুলতানা, সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সাধারন সম্পাদক আতাউর রহমান লাভু, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিন্নাহ আল মাজি, ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান সরকার, থানা পুজা উদযাপান কমিটির সভাপতি ফণি ভূষন পোদ্দার, সাধারন সম্পাদক ভবেশ চন্দ্র তালুকদার, থানা যুবলীগের যুগ্ম-আহবায়ক রিয়াদুল ইসলাম ফরিদ ও ছাত্রলীগ নেতা দিক দত্ত প্রমুখ।

এছাড়াও তিনি সলঙ্গা থানা বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads