• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯
বুড়িগঙ্গায় একদিন পর নিখোঁজ শিশুর  লাশ উদ্ধার

বুড়িগঙ্গায় একদিন পর নিখোঁজ শিশুর  লাশ উদ্ধার

প্রতীকী ছবি

সারা দেশ

বুড়িগঙ্গায় একদিন পর নিখোঁজ শিশুর  লাশ উদ্ধার

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ অক্টোবর ২০১৯

বুড়িগঙ্গা নদীর গোলজারবাগ খেয়া ঘাট এলাকা থেকে মোঃ হৃদয় (১২) নামের এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

আজ শনিবার পুলিশ শিশুর লাশটি উদ্ধারের পর নিহদের পরিবারের কাছে হস্তান্তর করেছে।

নিহত মোঃ হৃদয় (১২) এর পিতার নাম মোঃ রাসেল মিয়া। সে গোলজারবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র ছিলেন।

নিহতের পিতা মোঃ রাসেল মিয়া জানান, তার এক ছেলে এক মেয়ে। ছেলে হৃদয় শুক্রবার সকালে খেলার কথা বলে বাসা খেকে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ থাকে। এরপর হৃদয় দুপুরে বাসায় ফিরে না আসলে আমরা বিভিন্ন জায়গায় খোজাখুজি করতে থাকি। হৃদয়ের সমবয়সি ছেলেদের কাছ থেকে জানতে পারি সে নদীতে গোসল করতে গিয়েছিল। আমরা নদীর বিভিন্ন জায়গায় খোজাখুজি করতে থাকি। পরদিন (আজ) শনিবার লোকমুখে জানতে পারি গোলজারবাগ সমসের উল্লাহ খেয়া ঘাট এলাকায় একটি শিশুর লাশ ভাসতেছে। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমার ছেলে হৃদয়ের লাশ দেখতে পাই।

কেরানীগঞ্জ মডেল থানার এস আই মশিউর রহমান নয়ন জানান, শনিবার সকালে লোক মুখে সংবাদ পাইযে, বুড়িগঙ্গা নদীর গোলজারবাগ এলাকায় সমসের উল্লাহ খেয়া ঘাট এলাকায় একটি শিশুর লাশ ভাসতেছে। উক্ত সংবাদের ভিত্তিত্বে আমি ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশ ভাসতে দেখি। সেখানেই উপস্থিত ছিলেন নিহত শিশুর পরিবারের লোকজন। শিশুর লাশটি টানে তুলে নিয়ে আসি। পরে জানতে পারি শিশুটি শুক্রবার সকালে খেলার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিল। এক পর্যায়ে নদীতে গোসল করতে যায়। সাতার না জানার কারনে শিশুটি নদীর পানিতে ডুবে যায়। নিহত শিশুর পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং বিনা ময়না তদন্তের আবেদন করলে আমি উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তর করি। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads