• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
ভাতা পাচ্ছে না মনোহরগঞ্জের প্রতিবন্ধীরা

এদের কেউ মানসিক প্রতিবন্ধী, কেউবা শারীরিক প্রতিবন্ধি। সবাই বঞ্চিত হচ্ছেন প্রতিবন্ধী ভাতা থেকে। প্রাপ্য ভাতা পেলে মিটবে এদের দারিদ্রতা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

ভাতা পাচ্ছে না মনোহরগঞ্জের প্রতিবন্ধীরা

  • কুদরত উল্যাহ, মনোহরগঞ্জ (কুমিল্লা)
  • প্রকাশিত ০৬ অক্টোবর ২০১৯

মনোহরগঞ্জে প্রতিবন্ধীরা প্রতিবন্ধী ভাতা পায়না এমন একটি অভিযোগ উঠেছে উপজেলা প্রতিবন্ধী ও সেবাদান কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম এর বিরুদ্ধে।

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ১নং বাইশগাঁও ইউনিয়ন ও ৬নং ওয়ার্ডের মান্দারগাঁও গ্রামের বাসিন্দা মিজানুর রহমানের দুই ছেলে বোরহান হোসেন (২৫), এমরান হোসেন (১৮), দুজনই শারীরিক ও মানসিক ভাবে প্রতিবন্ধী। তা ছাড়া একই ইউনিয়নের ডাবুরিয়া গ্রামের হাজী আলী আশ্রাফ এর পুত্র মোঃ হিরন হোসেন (২৮) মানসিক ভাবে ভারসম্যহীন।

এ ব্যাপারে অনুসন্ধানে জানা যায়, একই ইউনিয়নের রফিকুল ইসলামের পুত্র রবিউল হোসেন বিজয় (১৪) ও রফিকুল ইসলামের আপন ভাই দেলোয়ার হোসেন শারিরীক ও মানসিক ভাবে প্রতিবন্ধী।

এ ব্যাপারে অভিযোগকারী স্থানীয় ইউপি সদস্য মোঃ দেলোয়ার হোসেনের সাথে কথা হলে তিনি জানান, আমি এদের ব্যাপারে পদক্ষেপ নিয়ে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরিফুল ইসলামের কাছে গিয়েছি, তিনি আমাকে বলেন তাদের প্রতিবন্ধী সনদ ছাড়া আমি আপনাকে কোনো প্রকার সহযোগীতা করতে পারছিনা। সাথে সাথে ইউপি সদস্য উপজেলা প্রতিবন্ধী সেবাদান কেন্দ্রে গিয়ে তাদের প্রতিবন্ধী সনদের জন্য আবেদন করেন। কিন্তু দুঃখের বিষয় উপজেলা প্রতিবন্ধী কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, এরা কোনো প্রতিবন্ধী না। আপনার কি সমস্যা। এই প্রশ্নের ভিত্তিতে ইউপি সদস্য দেলোয়ার হোসেন প্রতিবন্ধী সেবাদান কার্যালয় থেকে ফিরে আসেন এবং স্থানীয় গনমাধ্যম কর্মীদের বিষয়টি অবগত করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানার কাছে জানতে চাইলে তিনি জানান যে, আমি বিষয়টি জেনেছি ইউনিয়ন পরিষদের সদস্যরা জনপ্রতিনিধি। জনগনের দেখভাল করার দায়িত্ব স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়াম্যানদের। আমার কাছে একদিন সবাই আসেন বিষয়টি আমি আমলে নিয়েছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads