• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
সোনারগাঁয়ে ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

সোনারগাঁয়ে ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ অক্টোবর ২০১৯

নিষেধাজ্ঞা অমান্য করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে জাল ফেলে মা ইলিশ মাছ শিকারের দায়ে আজ বৃহস্পতিবার দুই জেলেকে নৌ পুলিশের সহায়তায় আটক করেছে উপজেলা মৎস কর্মকর্তা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের ২০ দিনের কারাদন্ড দেন।

উপজেলা জৈষ্ঠ্য মৎস্য কর্মকর্তা মাহামুদা আক্তার জানান, সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে কারেন্ট জাল দিলে মা ইলিশ মাছ শিকার করার অপরাধে মোরশেদ মিয়া ও সালাম মিয়া নামের ২ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ জেলেকে ২০ দিনের কারাদণ্ড দেন। জব্দকৃত কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে ও উদ্ধার করা ইলিশ মাছ বিভিন্ন এতিম খানায় দেওয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads