• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
ভারতীয় চোরাই পণ্য আটকে ছেড়ে দিল পুলিশ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ভারতীয় চোরাই পণ্য আটকে ছেড়ে দিল পুলিশ

  • দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ অক্টোবর ২০১৯

নেত্রকোনার দুর্গাপুরে ভারতীয় পণ্য কোলগেট টুথপেস্টসহ একজনকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

শুক্রবার দুপুরে পৌর শহরের উৎরাই বাজার থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা থেকে ২৮৮ ডজন (৩৪৫৬ পিছ) ভারতীয় পণ্য কোলগেটসহ ময়মনসিংহের এক ব্যবসায়ীকে আটক করেন দুর্গাপুর থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম। কিন্তু এর কয়েক ঘণ্টা পরই রহস্যজনকভাবে মালামালসহ ব্যবসায়ীকে ছেড়ে দেন পুলিশের ঐই উপ-পরিদর্শক।

স্থানীয় সূত্রে জানাযায়, ভারত থেকে বিজয়পুর, ভবানীপুর, ফান্দা, বারমারীসহ কিছু এলাকা দিয়ে চোরাই পথে বাংলাদেশে আসে এই পণ্যগুলো। যা কোনো রাজস্ব পায় না সরকার, কিছু অসাধু ব্যবসায়ী তাদের ব্যবসা চলমান রাখার জন্য এভাবেই সীমান্ত দিয়ে প্রতিনিয়ত চোরাই এই পণ্যগুলো নিয়ে আসে ।

যেমনি আজ এক ব্যবসায়ী এই চোরাই পণ্য ময়মনসিংহ নিয়ে যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে উৎরাইল বাজার থেকে পুলিশ তাদের আটক করেন। এই সময় মালামাল জব্দ ও আসামি আটকের ঘটনাও সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট করেন অনেকে । পরে তাদের থানায় নিয়ে গেলে কোন মামলা ছাড়াই পুলিশ তাদের ছেড়ে দেয় ।

মালামাল ও আসামিদের ছেড়ে দেয়ার কারণ জানতে চাইলে পুলিশের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, এই সব মালামাল দুর্গাপুর বাজারে প্রায় দোকানে পাওয়া যায়। তাই এই পণ্যগুলো অবৈধ না। আমরা কিছু সময় আটকে রাখার পর তাই ছেড়ে দিয়েছি।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুব রহমান জানায়, বিষয়টি শুনেছি, ঘটনার সত্যতা নিশ্চিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads