• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯
পূর্বধলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

পূর্বধলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ অক্টোবর ২০১৯

“নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন সম্পদের ঝুঁকি হ্রাস করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ রোববার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) ফৌজিয়া নাজনীন, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন সুলতানা সুমী আকন্দ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ মহসিন, প্রেসক্লাব সভাপতি সৈয়দ আরিফুজ্জামান, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

পূর্বধলার ১১টি ইউনিয়নে ২টি করে মোট ২২টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের নামফলক উন্মোচন করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads