• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
কলমাকান্দায় ভারতীয় মদ ও ইয়াবাসহ আটক ৬

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কলমাকান্দায় ভারতীয় মদ ও ইয়াবাসহ আটক ৬

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ অক্টোবর ২০১৯

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ইয়াবাসহ ৬ জনকে আটক করেছে থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার রংছাতী ইউনিয়নের বরুয়াকোনা বটতলা গ্রামের সুরুজ মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৮) ও ইসমাইল মিয়ার ছেলে মুসা মিয়া (৩০)।

অপরদিকে ইয়াবাসহ আটক ব্যক্তিরা হলেন- খারনৈ ইউনিয়নের বরদল গ্রামের মোহাম্মদ হাসান আলীর ছেলে আব্দুল জলিল (৪০), সোবহান মুন্সীর ছেলে হাবিবুর রহমান (৪০) আব্দুল কদ্দুস মুন্সীর ছেলে আব্দুর রশিদ (৩৫) ও নাজিরপুর ইউনিয়নের কয়রা গ্রামের শহীদ মিয়ার ছেলে মিনহাজ (২০)।

পুলিশ জানিয়েছে, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মো. মাজহারুল করিমের নেতৃত্বে ও এসআই মো. আব্দুস ছালামসহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপজেলার পৃথক পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৮ বোতল ভারতীয় মদ ও ২০ পিস ইয়াবাসহ ছয়জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বাজাজ কোম্পানির মোটরসাইকেল জব্দ করা হয়।

কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম সত্যতা নিশ্চিত করে জানান, মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় দুটি পৃথক মামলা দায়ের করেছেন। আজ সোমবার দুপুরে নেত্রকোণা জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads