• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
হৃদরোগে গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু

সংগৃহীত ছবি

সারা দেশ

হৃদরোগে গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ অক্টোবর ২০১৯

গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের জ্যৈষ্ঠ সহ সভাপতি এবিএম নুরুল ইসলাম আর নেই। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।

৫৯ বছর বয়সী নুরুল ইসলাম হৃদরোগে ভুগছিলেন।

গোয়ালন্দ উপজেলা পরিষদরে ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, এবিএম নুরুল ইসলাম ৩ মেয়াদে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এরপর ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি গোয়ালন্দ বাজার আড়তপট্টি এলাকার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলামের মৃত্যুতে দলীয় নেতা-কর্মীসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের স্বজন গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ জানান, মহদেহ ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। শুক্রবার তার জানাযা শেষে দাফন সম্পন্ন করা হবে।

রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কাজী ইরাদত আলী বলেন, ‘এবিএম নুরুল ইসলামের মত স্বচ্ছ রাজনীতিবিদের অকাল মৃত্যুতে দলের অপুরণীয় ক্ষতি হয়েছে। তার মৃত্যুর কারণে শুক্রবারের গোয়ালন্দ পৌর আওয়ামীলীগের সম্মেলন ও উজানচর ইউনিয়ন সম্মেলন স্থগিত করা হয়েছে।’ এসময় তিনি মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads