• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯
কলমাকান্দায় পাঁচ দফা দাবিতে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কলমাকান্দায় পাঁচ দফা দাবিতে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ অক্টোবর ২০১৯

নতুন বেতন স্কেল, সপ্তম গ্রেডের সমপরিমাণ বেতন নির্ধারণসহ পাঁচ দফা দাবিতে নেত্রকোণার কলমাকান্দায় মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা।

আজ শনিবার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সড়কের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি চলাকালে দাবির সমর্থনে বক্তব্য দেন বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়ার)কলমাকান্দা উপজেলা শাখার সভাপতি মো.আজাদ মিয়া'র  সভাপতিত্বে  মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস। 

ফারিয়ার কলমাকান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রেজাউল করিমের সঞ্চালনায়  বক্তব্য দেন  মো. জুয়েল মিয়া, আবুল কালাম আজাদ, আ: রাজ্জাক, মো. মোমেন, মো. রাকিবুল হাসান রতন প্রমুখ।

সভাপতি তার বক্তব্যে বলেন, তাদের কোনো সাপ্তাহিক ছুটি নেই। নেই চাকরির নিশ্চয়তা। বর্তমানে দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে তাতে পরিবার-পরিজন নিয়ে জীবন চালানো দুরূহ হয়ে পড়েছে।

বেতন বৃদ্ধি ছাড়া তাদের অন্য দাবিগুলো হচ্ছে—বাজার বিবেচনা করে টিএ/ডিএ দেওয়া, চাকরির নিশ্চয়তা, রিপ্রেজেনটেটিভদের সংগঠনের সরকারি নিবন্ধন ও স্বীকৃতি এবং সাপ্তাহিক ছুটি ও অন্য সব সরকারি ছুটি প্রদান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads