• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
কুলাউড়ায় হাতি 'বীর বাহাদুরের' আক্রমণে আহত ৩

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কুলাউড়ায় হাতি 'বীর বাহাদুরের' আক্রমণে আহত ৩

  • কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ অক্টোবর ২০১৯

কুলাউড়া উপজেলার মেরিনা চা বাগানে অবস্থানরত হাতি বীর বাহাদুরের আক্রমণে আহত হয়েছেন ৩ জন । সোমবার ২১ অক্টোবর সকালে কুলাউড়া -ফুলতলা সড়কে আদাআদি টিলা সংলগ্ন এলাকায় পাগলা হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ট্রাক। এছাড়া হাতিটি উপড়ে দিচ্ছে অসংখ্য গাছ।

স্থানীয়রা জানান, সকালে কুলাউড়া-ফুলতলা পাহাড়ী সড়কে আদিআদি নামক স্থানে হাতিটি অবস্থান নেয়। সকালে ট্রাক যোগে ২০-২৫ জন বাঁশ মহালের শ্রমিক পাহাড়ে যাবার সময় হাতির সামনে পড়ে ট্রাক। এসময় উন্মাত্ত হাতি ট্রাক ও ট্রাক বোঝাই শ্রমিককে ধাওয়া করে। এ সময় ট্রাক ফেলে চালক ও শ্রমিকরা পাহাড়ে দিকে পালিয়ে আত্মরক্ষা করে। 

এ সময় হাতির ধাওয়ায় বাঁশমহালের শ্রমিক কাইয়ুম (১৭), কাছিম আলী (৬০) ও সিপার (৩৮) আহত হন। এসময় হাতিটি ট্রাকের উপর হামলা ও ভাঙচুর চালায়। বিকাল ৪টা পর্যন্ত হাতিটি ভাঙচুরকৃত গাড়ীর সামনে অবস্থান নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছেন স্থানীয় লোকজন।

এদিকে হাতি কুলাউড়া-ফুলতলা সড়কে অবস্থানের পর থেকে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

কুলাউড়া রেঞ্জের বিট অফিসার রিয়াজ উদ্দিন জানান, হাতিটা খুব বড়। হাতির বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি। খুব দ্রুত হাতিটিকে আয়ত্তে আনার চেষ্টা চলছে। ২০ অক্টোবর থেকে ওই রাস্তা দিয়ে চলাচল না করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads