• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯

সারা দেশ

বোরহাউদ্দিনে সহিংসতা : জেলা প্রশাসনের তদন্ত কমিটির রিপোর্ট হস্তান্তর

  • ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ অক্টোবর ২০১৯

ভোলার বোরহাউদ্দিনে ফেসবুকে নবী করিম (সা:) কে কটুক্তির ঘটনায় জনতা পুলিশ সংঘর্ষে ৪ জন নিহত ও শতাধিক আহতের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি আজ শনিবার ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক এর নিকট তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

কমিটির প্রধান স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মামুদুর রহমান জানান, আজ শনিবার ভোলা জেলা প্রশাসকের নিকট তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। কমিটির অন্য দু’সদস্য হচ্ছেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আতাহার মিয়া এবং সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল ফারুক।

তদন্ত কমিটির প্রধান স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মামুদুর রহমান জানান, তিন দিন মেয়াদের কমিটির রিপোর্ট প্রদানের কথা ছিল গত বৃহস্পতিবার। জেলা প্রশাসকের নিকট থেকে দু’দিন সময় বাড়িয়ে নিয়ে ৫ম দিনে আজ শনিবার সকালে তাদের তদন্ত প্রতিবেদন ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক এর নিকট জমা দিয়েছেন। প্রতিবেদনে কি আছে বলতে তিনি রাজী হননি কারন এব্যাপারে উচ্চ আদালতের বাধ্যবাদকতা রয়েছে।

তবে বিভিন্ন সূত্রে জানা গেছে তদন্তে ঘটনার পূর্বাপর সকল বিষয়ে এবং পুলিশের উপর হামলা ও মন্দিরে ও হিন্দু বাড়ীতে হামলার মোটিভ এবং হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে। গত রোববার (২০ অক্টোবর) বোরহানউদ্দিনে এ সহিংসতার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads