• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
বিশ্বনাথকে পৌরসভা ঘোষণা করায় আনন্দ র‌্যালি

পৌরসভা অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আওয়ামী লীগের আনন্দ মিছিল

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বিশ্বনাথকে পৌরসভা ঘোষণা করায় আনন্দ র‌্যালি

  • বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ অক্টোবর ২০১৯

বিশ্বনাথকে পৌরসভায় উন্নীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বিশ্বনাথ উপজেলা আওয়ামী ও অঙ্গসংগঠেনের একাংশের উদ্যোগে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বিকেলে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি বাসিয়া ব্রিজে পথসভায় মিলিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জবেদুর রহমান মেম্বারের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, ১৯৯৮ সালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ আজাদের ঘোষিত বিশ্বনাথ পৌরসভা বর্তমান সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাস্তবায়ন হয়েছে। এজন্য বিশ্বনাথবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। বক্তারা আরও বলেন, বিশ্বনাথ আওয়ামী লীগে কিছু অনুপ্রবেশকারী ঢুকে বিশ্বনাথ আওয়ামী লীগকে কলংকিত ও কুলষিত করছে। তারা জামাত-বিএনপির আদর্শ বাস্তবায়ন করছে। বক্তারা দলীয় সভানেত্রী শেখ হাসিনার বর্তমান শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগকেও এই শুদ্ধি অভিযানের আওতায় আনার অনুরোধ জানান। এসময় বক্তারা, বিএনপি-জামাতের গডফাদার ও মদদদাতা শফিক চৌধুরীকেও প্রতিহত ও বয়কট করার ঘোষণা আসবে বলেও হুশিয়ারি দেন।

উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক আলতাব হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লেিগর সাবেক সভাপতি হাজী মজম্মিল আলী, সিলেট জেলা আওয়ামী লীগ নেতা আবদাল মিয়া, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এএইচ এম ফিরোজ আলী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি সামসুল ইসলাম, খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর ধর, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আশিক আলী, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা যুবলীগ নেতা সিতার মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক আলী প্রমূখ। এসময় যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়রুজ্জামান চৌধুরী বলয়ের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads