• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
ঈশ্বরদীতে ইউএনও’র মতবিনিময়

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

ঈশ্বরদীতে ইউএনও’র মতবিনিময়

  • ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ অক্টোবর ২০১৯

নাগরিকের সুবিধা-অসুবিধা জানতে ও জানাতে ‘ঈশ্বরদীর নাগরিক প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় নবাগত ইউএনও শিহাব রায়হান বলেছেন, ‘সরকারের দুর্নীতি মুক্ত দেশ গড়ার জন্য কথায় নয় কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে। আমি কথায় নয় কাজে বিশ্বাসী। কাজে ভালোকে ভালো এবং খারাপকে খারাপকে খারপ বলতে হবে। খারাপ বা বেআইনী কাজে যত বড় ক্ষমতাবাণই হোক না কেন আমার কাছে প্রশ্রয় পাবে না। প্রয়োজনে অপদ্স্থ ও গ্রেপ্তার করাতে দ্বিধাবোধ করবো না।’

আজ বুধবার সকালে ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদে নবাগত ইউএনও শিহাব রায়হানের আগমন উপলক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ব্যক্তিত্ব ও সুধিজনদের সাথে পরিচিতি ও মতবিনিময় উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস। বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহল, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, আতিয়া ফেরদৌস কাকলি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা চান্না, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল লতিফ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসমা খাতুন, লক্ষীকুন্ডার চেয়ারম্যান আনিসুর রহমান শরীফ, সাঁড়ার চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, সলিমপুরের চেয়ারম্যান বাবলু মালিথা ও দাশুড়িয়ার চেয়ারম্যান বকুল সরদার। সভা সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads