• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
হাজীগঞ্জ উপজেলাকে ভিক্ষুক মুক্ত ঘোষণা

চাঁদপুরের হাজীগঞ্জে ভিক্ষুকদের পুনর্বাসনের উপকরণ ভিক্ষুকদের হাতে তুলে দেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পৌর মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

হাজীগঞ্জ উপজেলাকে ভিক্ষুক মুক্ত ঘোষণা

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ অক্টোবর ২০১৯

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান পৌরসভার ভিক্ষুকদের পুনবার্সনের উপকরণ বিতরণ শেষে পুরো উপজেলাকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করে। চাঁদপুর জেলার মধ্যে হাজীগঞ্জ উপজেলাকে প্রথম ভিক্ষুক মুক্ত ঘোষণা করা হলো।

হাজীগঞ্জ উপজেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের টাকা ও সরকারের বিশেষ অর্থায়নে উপজেলার ১২টি ইউনিয়ন ও ১ পৌরসভার ভিক্ষুকদের পুনর্বাসন শেষে এ উপজেলাকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করা হয়। এর পূর্বে উপজেলার রাজারগাঁও ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষণার মাধ্যমে ভিক্ষুক মুক্ত উপজেলার কার্যক্রম উদ্বোধন করেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য, সাবেক স্বারাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।

উপজেলাকে ভিক্ষুক মুক্ত ঘোষণা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনিসহ প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন পৌর সচিব নূর আজম বিন শরীফ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads