• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

ভোটের মাধ্যমে তৃনমূল কর্মী থেকে নেতা নির্বাচিত হবে : নসরুল হামিদ

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০২ নভেম্বর ২০১৯

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ভোটের মাধ্যমে তৃণমূল থেকে নেতা নির্বাচিত করতে হবে। যারা অন্যায় করে সমালোচনার পাত্র হওয়া ব্যক্তিদের নতুন নেতৃতে আসতে দেয়া যাবে না। ভোটের মাধ্যমেই মাঠ কর্মিদের মধ্যে থেকে নতুন নেতৃত্ব তৈরি করতে হবে। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আর্দশের নেতা গড়ে তুলতে সকল নেতা কর্মীদের আহব্বান করেন প্রতিমন্ত্রী।

গতকাল শুক্রবার বিকালে কেরানীগঞ্জের মডেল থানার ঈদগাহ্ মাঠে জিনজিরা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মন্ত্রী একথা বলেন। সম্মেলনে হাজী মোস্তাককে সভাপতি ও মোঃ আজাদ উল্লাহ্কে সাধারন সম্পাদ ঘোষণা করেন প্রতিমন্ত্রী।

হাজী মোঃ মোস্তাক হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, হাজী মোঃ সেলিম আহমেদ ঢাকা জেলা আওয়ামী লীগ নেতা ও বিদ্যুৎ জ্বালানী ও খনিজ প্রতিমন্ত্রীর একান্ত সচিব ম.ই. মামুন, ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ্ খুশি, মাহমুদ আলম, ও জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগের সকল আঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads