• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
গোপালগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে আহত-২০

জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়ী ও দোকান ভাংচুর

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

জমি সংক্রান্ত বিরোধ

গোপালগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে আহত-২০

বাড়ী ও দোকান ভাংচুর

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ নভেম্বর ২০১৯

গোপালগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এসময় কয়েকটি দোকানঘর, একটি ক্লাব ঘর ভাংচুরের ঘটনা ঘটে।

আজ রবিবার ও শনিবার রাতে সদর উপজেলার বলাকৈড় গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মীর সাজেদুর রহমান জানান, ওই গ্রামের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার রাতে শাফায়েত শেখ ও মিজান মোল্লার সাথে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষ ঢাল-সড়কি, রামদা নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এসময় অন্তত ১০জন আহত হয়।

এ নিয়ে আবারো রোববার সকালে দুই গ্রুপ সংর্ঘষে জড়িয়ে পড়ে। এতে আরো ১০জন আহত হয়। এসময় সময় উভয় পক্ষের লোকজন প্রতিপক্ষের ৪ টি দোকানঘর, একটি ক্লাব ঘর ভাংচুর করে প্রতিপক্ষরা। পরে খবর পয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মারাত্মক আহত সাফায়েত শেখ (৫৫), নুতন শেখ (৪৫) ও রেশমা বেগমকে (২৫) গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads