• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
তাড়াশে মাদরাসায় অগ্নিকাণ্ডে ৮ লাখ টাকার ক্ষতি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

তাড়াশে মাদরাসায় অগ্নিকাণ্ডে ৮ লাখ টাকার ক্ষতি

  • তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ নভেম্বর ২০১৯

সিরাজগঞ্জের তাড়াশে ভয়াবহ অগ্নিকাণ্ডে কাস্তা দারুস সুন্নাহ কওমী হাফিজিয়া মাদ্রাসার একটি আধা-পাকা টিনশেড ঘর ও ঘরে রাখা সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই মাদরাসার প্রায় ৮ লাখ টাকা মূল্যের সম্পদের ক্ষতি হয়েছে।

উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাস্তা গ্রামে রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মাদরাসার মুহতামিম ইসমাইল হোসেন জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মাদ্রাসার আধা-পাকা টিনশেড ঘরের চাল, বই-পুস্তক, আসবাবপত্র, ছাত্রদের পোশাক, তৈজসপত্রসহ যাবতীয় পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের ঘটনায় মাদ্রাসার ৮ লাখ টাকা মূল্যের সম্পদের ক্ষতি হয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুল্লাহ বলেন, তিনি এবং সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবু হাসান মির্জা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিয়মানুযায়ী সরকারি সব রকমের সহায়তা কাস্তা দারুস সুন্নাহ কওমী হাফিজিয়া মাদরাসায় করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads