• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
কালিয়াকৈরে পোশাক কারখানায় বিক্ষোভ, আহত ১০

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কালিয়াকৈরে পোশাক কারখানায় বিক্ষোভ, আহত ১০

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ নভেম্বর ২০১৯

গাজীপুরের কালিয়াকৈরে সহকর্মীকে আটক করার প্রতিবাদে আজ রোববার সকাল থেকে একটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি, বিক্ষোভ ও ভাংচুর করেছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, উপজেলার পূর্বচান্দরা এলাকার অ্যাপ্রেক্স লেঞ্জারী লিমিটেড নামে একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

ওই কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগদানের পর জানতে পারে তাদের এক সহকর্মীকে আটক করেছে ডিবি পুলিশ। পরে তারা কাজে যোগ না দিয়ে মুল ফটক বন্ধ করে কারখানার ভিতরে কর্মবিরতি করে। এক পর্যায় বিক্ষুব্দ শ্রমিকরা কারখানার ভিতরে বিক্ষোভ ও ভাংচুর করে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কারখানার সামনে পযাপ্ত পরিমান পুলিশ মোতায়েন রয়েছে।

কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, একজন শ্রমিককে ডিবি পুলিশ আটক করায় তারা আন্দোলন করেছে। এ সময় কিছু ভাংচুরও করা হয়। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads