• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
সাতক্ষীরা সীমান্তে জালনোটসহ ভারতীয় নাগরিক আটক

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

সাতক্ষীরা সীমান্তে জালনোটসহ ভারতীয় নাগরিক আটক

  • সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত ১১ নভেম্বর ২০১৯

সাতক্ষীরা কলারোয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইব্রাহিম গাজী (২৯) নামে এক ভারতীয় নাগরিককে জালনোটসহ আটক করেছে বর্ডার গার্ড বিজিবি। এ সময় তার নিকট থেকে ৪৪ হাজার ভারতীয় জাল রুপি ও ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

গত ১০ নভেম্বর সন্ধ্যায় উপজেলার মাদরা বিওপির সদস্যারা তাকে আটক করে।

গ্রেপ্তারকৃত ইব্রাহিম গাজী ভারতের চব্বিশ পরগনা জেলার সরুপনগর থানার দরকান্দা গ্রামের মৃত মনতাজ গাজীর ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির আওতাধীন মাদরা বিওপির টহল কমান্ডার হাবিলদার শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা চান্দা গ্রামে মসজিদের পাশে অভিযান চালায়। এ সময় সেখান ভারতীয় নাগরিককে জালনোট ও ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগী কলারোয়া উপজেলার রাজাপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে কিবরিয়া বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads