• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯

সারা দেশ

অক্টোবর মাসেই ২ কোটি ৭৪ লাখ টাকার মাদক ও চোরাচালান দ্রব্য আটক

  • খায়রুল আহসান মানিক, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত ১১ নভেম্বর ২০১৯

চলতি বছরের অক্টোবর মাসে কুমিল্লা জেলায় কর্মরত বিভিন্ন সংস্থা মাদক দ্রব্য ও চোরাচালান বিরোধী ৮ হাজার ৫২৩টি অভিযান চালিয়ে ২ কোটি ৭৪ লাখ ৭ হাজার ২৬১ টাকার মাদক ও চোরাচলানী মালামাল আটক করেছে। এ সময়ে ২৮০ জনকে আটক করা হয়। আর এ সংক্রান্ত ৩৩১টি মামলা হয়।

আজ সোমবার সকালে কুমিল্লা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য উত্থাপন করা হয়। জেলা টার্স্কফোর্স এ সময় ২৫টি অভিযান চালিয়ে ১৯ লাখ ২৮ হাজার ৪৫০ টাকার মালামাল আটক করে। এ সংক্রান্তে ২৮ জন আটক হয় এবং মামলা হয় ৩৩টি। পুলিশ একই সময়ে ৬ হাজার ৮৮৯টি অভিযান চালিয়ে ১ কোটি ৯ লক্ষ ৮১ হাজার ৪০০ টাকার মালামাল আটক করে। আটক হয় ২০০ জন এবং মামলা হয় ১৫৩টি। বি জি বি একই সময়ে ১ হাজার ৪২৫টি অভিযান চালিয়ে ১ কোটি ২১ লাখ ৬৫ হাজার ৭৫৫ টাকার মালামাল আটক করে। এসময়ে আটক হয় ৩৯ জন এবং মামলা হয় ১০৮টি। র‌্যাব -১১ এর ক্রামইপ্রিভেনশান কোম্পানি ২১৯টি অভিযান চালিয়ে ১৯ লাখ ১ হাজার ৮০০টাকার মালামাল আটক করে। এসময়ে ১১ জন আটক হয় মামলা হয় ৮টি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১২৫টি অভিযানে ১ লাখ ৭২ হাজার টাকার মালামাল আটক করে। এ সময়ে ২৪ জনকে আটক করে এবং মামলা হয় ২৪টি। বন বিভাগ ৩৩ টি অভিযানে ২ লাখ ৬৭ হাজার ২৫৬ টাকার মালামাল আটক করে মামলা হয় ৪টি। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ এ সময়ে ৭ অভিযানে ৩০ হাজার ৬০০ টাকার মালামাল আটক করে মামলা হয় ১টি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads