• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
মহাদেবপুরে গণস্বচেতনতা বিষয়ে মেগা ক্যাম্পেইন

নওগাঁর মহাদেবপুরে নতুন সড়ক পরিবহন আইন সম্পর্কে স্বচেতনতাবৃদ্ধিতে হেলমেট পরিহীত মটরসাইকেল চালকদের ফুল দিয়ে মেগা ক্যাম্পেইন অনুষ্ঠানের উদ্বোধন করছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সড়ক পরিবহন আইন

মহাদেবপুরে গণস্বচেতনতা বিষয়ে মেগা ক্যাম্পেইন

  • মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ নভেম্বর ২০১৯

নওগাঁর মহাদেবপুরে নতুন সড়ক পরিবহন আইন সম্পর্কে গণ স্বচেতনতা বৃদ্ধির লক্ষে ও হেলমেট বিষয়ে মেগা ক্যাম্পেইন করা হয়। 

আজ বৃহস্পতিবার অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগ্যে মহাদেবপুর ঐতিহাসিক মাছচত্ত্বরে আয়োজিত মেগা ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অনূকুল সাহা বুদু ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুর ইসলাম জুয়েল, উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ সুমন হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মুলতান হোসেন, উপজেলার বিভিন্ন অফিসারগণসহ উপজেলার ১০টি ইউনিয়নের সকল চেয়ারম্যানগণ নতুন সড়ক পরিবহন আইন সম্পর্কে গণ স্বচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন দিক থেকে মটরসাইকেল নিয়ে আগত হেলমেট পরিহিতদের গোলাপ ফুল দিয়ে সুভেচ্ছা জানান।

এ সময় উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান সকলকে হেলমেট ছাড়া মরটসাইকেল চালাতে নিষেধ করেন এবং হেলমেট বিহীন মটরসাইকেল চালকদের জরিমানা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads