• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
টঙ্গীবাড়ী মুক্ত দিবস পালিত

টঙ্গীবাড়ীতে হানাদার মুক্ত দিবস পালন

ছবি - বাংলাদেশের খবর

সারা দেশ

টঙ্গীবাড়ী মুক্ত দিবস পালিত

  • টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ নভেম্বর ২০১৯

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানা পাক হানাদার মুক্ত দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করে। র‌্যালীটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবন থেকে শুরু হয়ে টঙ্গীবাড়ী বাজার হয়ে পুনরায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ লুৎফর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তার, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জি: কাজি ওয়াহিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক প্রমুখ।

১৯৭১ সালের ভয়াল হত্যাযজ্ঞ আর নারকীয় নির্যাতনের বিরুদ্ধে শক্ত হাতে প্রতিহত করে টঙ্গীবাড়ী থানাকে পাক হানাদার থেকে মুক্ত করে মুক্তিযোদ্ধারা। ১৫ই নভেম্বর টঙ্গীবাড়ী পাক হানাদার মুক্ত হওয়ায় প্রতিবছর এই দিনটি পাক হানাদর মুক্ত দিবস হিসেবে পালন করে আসছে উপজেলাবাসী। দিবসটিতে একুশ বিক্রমপুর সংগঠন সহ উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়। এ দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দিরের শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া পড়ানো হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক বাংলাদেশের খবরকে জানান- প্রতিবছরের মত এ বছরও দিবসটি পালিত হয়েছে। এই দিনে যুদ্ধে পাক হানাদার বাহিনীকে হটিয়ে মুক্তি ছিনিয়ে এনেছি। ১৪ই নভেম্বর দিবাগত রাত ১২ টার পর হওয়ায় ১৫ই নভেম্বর আমরা পাক হানাদার মুক্ত ঘোষণা করি। এর পর অনেক চেষ্টা করেও টঙ্গীবাড়ীতে পাক হানাদার বাহিনী এ উপজেলায় আর ডুকতে পারে নাই। আমাদের উপজেলা মুক্ত হওয়ার সংবাদটি বিবিসি থেকে তৎকালিন সময় প্রচারিত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads