• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

২য় দিনের মত হিলি-বগুড়া রুটে যাত্রিবাহী বাস চলাচল বন্ধ

  • দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ নভেম্বর ২০১৯

নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে দ্বিতীয় দিনেও হিলি-বগুড়া রুটে অনির্দিষ্টকালের জন্য যাত্রিবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন চালকরা। এতে করে বিপাকে পড়েছেন ওই পথে চলাচলরত যাত্রিরা।

গতকাল শনিবার সকাল থেকেই চালকরা নিজ নিজ গাড়ি বন্ধ রেখে এই কর্মসুচি পালন করছেন। এতে করে ওই পথে চলাচলরত যাত্রিরা বাস না পেয়ে বিপাকে পড়েছেন, বিকল্প উপায়ে বাড়তি ভাড়ার মাধ্যমে গন্তব্যে পৌছানোর চেষ্টা করছেন। তবে আজকেরও হিলি থেকে হিলি-দিনাজপুর, হিলি-জয়পুরহাট রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

বাস চালকরা জানান, আমরা চালকরা বাস চালাই কেউতো ইচ্ছা করে দুর্ঘটনা ঘটাইনা বা কাউকে চাপা দেইনা। সড়কে ভ্যান রিক্সা সিএনজির যে চাপ তারাতো ডান বাম বোঝেনা, কিন্তু এখন কোন কারনেই একটি দুর্ঘটনা ঘটলেই তাতে কেউ মারা গেলে নতুন আইনে চালকের মৃত্যুদন্ড বা আহত হলে ৫ লাখ টাকা দিতে হবে। আমাদের এতো টাকা দেওয়ার সামর্থও নাই আর আমরা বাস চালায়ে জেলখানায় যেতে চাইনা। তাই এই নতুন আইন সংস্কারের দাবিতে আমরা নিজেরা বাস চলাচল বন্ধ করে দিয়েছি।

হাকিমপুর (হিলি) মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আত্উার রহমান মিলন জানান, হিলি থেকে বগুড়া রুটে চলাচলকারী অধিকাংশ গাড়িরই কোনো ফিটনেস সনদ ও রুট পারমিট নেই। ফলে নতুন সড়ক নিরাপত্তা আইন কার্যকর হলে এসব গাড়ি নিয়ে চলাচল করলে আইন অনুযায়ী চালকদের বিভিন্ন ঝক্কিঝামেলায় পড়তে হতে পারে। মামলা খেলে জরিমানা কে গুনবে, এমন শঙ্কায় রয়েছেন চালকরা। এই জন্য বাস চালকরা গাড়ি বের করতে ভয় পাচ্ছে।

তবে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কোন প্রকার বিধি নিষেধ নেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads