• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯
সোনারগাঁয়ে জমি লিখে না দেওয়ায় মাকে পিটিয়ে আহত, ছেলে গ্রেপ্তার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সোনারগাঁয়ে জমি লিখে না দেওয়ায় মাকে পিটিয়ে আহত, ছেলে গ্রেপ্তার

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ নভেম্বর ২০১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জমি লিখে না দেয়ায় মাকে পিটিয়ে আহত করার অভিযোগে ইমাম হোসেন নামের এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে তালতলা ফাঁড়ির পুলিশ। রোববার সকালে তাকে আড়াইহাজার উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহসানউল্লাহ জানান, উপজেলার জামপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ছেলে ইমাম হোসেন তার গর্ভধারিনী মা ফাতেমা আক্তারকে জমি লিখে দেয়ার জন্য চাপ প্রয়োগ করতো। জমি লিখে না দেয়ায় গত শনিবার সকালে তার মাকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্স হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মা ফাতেমা আক্তার বাদি হয়ে তালতলা পুুলিশ ফাঁড়িতে অভিযোগ করলে রোববার সকালে অভিযুক্ত ছেলে ইমাম হোসেনকে আড়াই হাজার উপজেলার ফাউশা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইমাম হোসেন আড়াই হাজার উপজেলার কুটি বাড়ী জামে মসজিদের ইমাম ছিলেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads