• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
‘দেশপ্রেম না থাকলে ইয়াবা পাচার বন্ধ সম্ভব না’

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

‘দেশপ্রেম না থাকলে ইয়াবা পাচার বন্ধ সম্ভব না’

  • টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ নভেম্বর ২০১৯

দেশপ্রেম না থাকলে, ইয়াবা পাচার বন্ধ করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন টেকনাফ-২ ব্যাটালিয়ন (বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

তিনি বলেন, মাদক কারবারি গ্রেপ্তারের পাশাপাশি বিশেষ করে দেশে ইয়াবার চাহিদাও কমাতে হবে। সীমান্ত ঘেষা মিয়ানমার থেকে আসা ইয়াবা দেশ ও যুব-সমাজকে ধ্বংস করে দিচ্ছে।এ মাদকের কারণে একটা প্রজম্ম ধ্বংস হতে পারে না। সবাইকে সমন্বিতভাবে তা প্রতিরোধে এগিয়ে আসতে হবে।

আজ সোমবার  টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে বিজিবির উদ্যোগে আয়োজিত মাদক রোধে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির তিনি এসব কথা বলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্ধৃতি দিয়ে লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, ‘আমি বিশ্বাস করি বাংলাদেশ একদিন ‘সোনার বাংলা’য় রূপান্তরিত হবে। সেই-ভাবে সরকার প্রধান দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে শুধু ‘বন্দুকযুদ্ধে’ মানুষ মারা গেলেও ইয়াবা বন্ধ হবে না। ইয়াবা বন্ধ করতে হলে সবার সহযোগিতা দরকার। সামাজিকভাবে ইয়াবা ব্যবসায়ীদের বয়কট করতে হবে। স্থানীয় জনপ্রতিনিধিসহ সাধারন জনগন এগিয়ে আসলে মাদক রোধ তখনই সম্ভব হবেই।’

তিনি বলেন, ‘মাদক পাচারে শুধু রোহিঙ্গাদের উপর দায় চাপিয়ে দিলে হবে না। প্রকৃতপক্ষে রোহিঙ্গাদেরকে কারা এসব কাজে আশ্রয়-পশ্রয় দিচ্ছে তাদের আইনের হাতে তুলে দিন। কক্সবাজারের টেকনাফের কিছু রোহিঙ্গা ক্যাম্প নাফনদী ও পাহাড়ের কাছাকাছি হওয়ায় খুব সহজে সেখানে ইয়াবা চালান ঢুকে পড়ছে। ফলে নাফনদীতে বিজিবির টহল বৃদ্ধি করা হয়েছে। নানা প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সীমান্তে বিজিবি নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এতে সফলতা আসবে বলেও মন্তব্য করেন বিজিবির এই কর্মকর্তা।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী, কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম সোহেল রানা, টেকনাফ ২৪ ও ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ইনর্চাজ মোহাম্মদ আব্দুল হান্নান, টেকনাফ ২৬ ও ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ইনর্চাজ মোহাম্মদ খালিদ হোসেন, র‌্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্প কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব, টেকনাফ পৌরসভার মেয়র হাজী মো: ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, মডেল থানার পরির্দশক (অপারেশন) রকিবুল ইসলাম খান।

সভায় উম্মুক্ত আলোচনায় অংশ নেয় ইউপি চেয়ারম্যান নুর আহাম্মদ আনোয়ারী, নূর মোহাম্মদ, নূর হোসেন, প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম, সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, আশেক উল্লাহ ফারুকী প্রমুখ। এ সভা পরিচালনা করেন টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটলিয়ানের অপারেশন মেজর রুবায়াৎ কবির।

এতে স্কুল শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads