• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা

মেহেরপুর পুলিশ সুপারের নেতৃত্বে ট্রাফিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে র‌্যালী

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

ট্রাফিক সচেতনতা সপ্তাহ

মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা

  • মেহেরপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ নভেম্বর ২০১৯

মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে ট্রাফিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার এসএম মুরাদ আলীর নেতৃত্বে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে বাদ্যের তালে তালে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি প্রধান সড়ক হয়ে ওয়াপদা মোড় অতিক্রম শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে সেখানে আলোচনা সভায় ট্রাফিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি। এছাড়াও বক্তব্য দেন, জেলা বাস মালিক সমিতির লাইন সম্পাদক হাসিবুল ইসলাম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, জেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন বাবু প্রমুখ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, শেখ মোস্তাফিজুর রহমান, গাংনী থানার ওসি ওবায়দুর রহমান, মুজিবনগর থানার ওসি আবুল হাসেম, ডি আই ও ওয়ান ফারুক হোসেন, কোর্ট ইন্সপেক্টর গোলাম মোহাম্মদ, আব্দুল আউয়াল সহ পুলিশ সদস্য, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads